বেতন ও বিভিন্ন ফি সম্পর্কিত ধারনা
প্রত্যেক ক্লাসের জন্য নির্ধারিত বেতন থাকবে। বাবা মায়ের বা পরিবারের আয়ের উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করে হবে। সবার বেতন সমান হবে না। আমরা যেখানে সহনশীল হবো, আপনাদের কে ও সহনশীল হওয়ার জন্য অনুরোধ করবো। আপনার আমার সবার সহযোগিতা ছাড়া ব্যপার টা কঠিন হবে।
ভর্তির নিয়মাবলী
বাবা মা অথবা অভিভাবকের পরিপূর্ণভাবে সঠিক ইসলামী জীবন যাপনের ইচ্ছা থাকতে হবে। বাবা মা অথবা অভিভাবকের সঠিক ইসলামী জ্ঞানের কমতি থাকলে , শিখার আগ্রহ থাকতে হবে। সপ্তাহিক ও মাসিক ইসলামী আলোচনায় অংশগ্রহন করার জন্য অংগিকার করতে হবে। ব্যর্থতায় সন্তানের ভর্তি বাতিল হয়ে যাবে।
বেতন ও বিভিন্ন ফি হার
আবেদন ফরম এবং প্রসপেক্টাস ১০০/-
ভর্তি ফি ২,০০০/-
মাসিক বেতন (নার্সারি-কেজি শ্রেণী) ৫০০/-
মাসিক বেতন (১ম-২য় শ্রেণী) ৬০০/-
মাসিক বেতন (৩য়-৪র্থ শ্রেণী) ৭০০/-
বার্ষিক চার্জ: ১৫০০/-
পরিশোধের সময় সীমা:মাসিক
টিউশন ফি প্রত্যেক মাসের ৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
ভর্তির সময় এক কালীন প্রদেয়ঃ ভর্তি ফি+ তিন মাসের বেতন
আবেদন ফরম এবং প্রসপেক্টাস ২০০/-
ভর্তি ফি ১০,০০০/-
মাসিক বেতন (নার্সারি-৩য় শ্রেণী) ১,৫০০/-
মাসিক বেতন (৪র্থ-১০ম শ্রেণী) ২০০০/-
বার্ষিক চার্জ: ৪০০০/-
ক্রয়, প্রতি ফরম প্রথমবার ভর্তির সময় মাসিক
মাসিক
প্রতি বছর
০৬টিফিন চার্জ:৫০০/- পরিশোধের সময় সীমা:
মাসিক
টিউশন ফি প্রত্যেক মাসের ৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।