ব্যবস্থাপনা কর্তৃপক্ষ: 
ইনস্টিটিউট ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট (আই আর. সি. ডি.) এর  সদস্যদের সমন্বয়ে  গঠিত ওঈউুর একটি সাব-কমিটি, মাদ্রাসা ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্টের  (ঝঈউ) ম্যানেজিং কমিটি হিসেবে কাজ করবে এবং স্কুলের প্রশাসন ও  ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব থাকবে। 

প্রশাসন:  
প্রতিষ্ঠানের শিক্ষাগত দিক পরিচালিত হবে পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ  শিক্ষকমন্ডলীর দায়িত্বে। প্রশাসন, হিসাব, নিরাপত্তা প্রভৃতি কাজ সম্পন্ন  করতে নিয়োজিত থাকবে আলাদা একটি উপযুক্ত টিম। 

পাঠ্যসূচি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়: 
ইনস্টিটিউট ফর রুরাল  কমিউনিটি ডেভেলপমেন্ট (ওঈউ) [৪ (চার) সদস্য  বিশিষ্ট একটি টিম] উপরে বর্ণিত লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকে পাঠ্যসূচি  প্রণয়নের কাজে রত আছে। এটি ধারাবাহিক গবেষণাধর্মী একটি কর্মসূচি  হিসেবে অব্যাহত থাকবে। ইসলামের আদর্শিক দিক এবং হারাম নয়  এমন পার্থিব বিষয়াদির বাস্তবানুগ চাহিদার ভিত্তিতে পাঠ্যসূচির  মানোন্নয়নের জন্য সংযোজন ও পরিমার্জনের প্রচেষ্টা দীর্ঘ মেয়াদী একটি  কার্যক্রম হিসেবে থাকবে। 

শ্রেণি বিন্যাস ও পাঠদান ব্যবস্থাপনা: 

শ্রেণি 

বয়স 

   

নার্সারি

৪-৫ বছর 

   

কেজি

৫-৬ বছর 

   

১ম শ্রেণি

৬-৭ বছর 

   

২য় শ্রেণি

৭-৮ বছর 

   

৩য় শ্রেণি

৮-৯ বছর

   

৪র্থ শ্রেণি

৯-১০ বছর 

   

৫ম শ্রেণি

১০-১১ বছর 

   

৬ষ্ঠ শ্রেণি

১১-১২ বছর 

   

৭ম শ্রেণি

১২-১৩ বছর

   

৮ম শ্রেণি

১৩-১৪ বছর 

   

৯ম শ্রেণি

১৪-১৫ বছর 

   

১০ শ্রেণি 

১৫-১৬ বছর  

   
       

 *নার্সারি ও কেজি পর্যন্ত  ছেলে ও মেয়েদের  যৌথভাবে পাঠদান 

১ম ও তদূর্ধ্ব শ্রেণিতে  ছাত্র/ছাত্রীদের পৃথক  ব্যবস্থা 

পাঠ্য বিষয়:  
পর্যায়ক্রমে এসএসসি পর্যন্ত নিম্নের বিষয়গুলোতে শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ  করা হবে: 
ক) ইংরেজি খ) বাংলা গ) হিফজুল কুরআন (সম্পুর্ণ বা আংশিক), কুরআনের  আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ ঘ) পরিবেশ বিজ্ঞান ঙ) স্বাস্থ্য  শিক্ষা চ) সাধারণ গণিত ছ) নৈর্ব্যক্তিক গণিত জ) পদার্থ বিদ্যা ঝ)  রসায়ন ঞ) জীব বিজ্ঞান ট) ইতিহাস ঠ) ভূগোল ড) অর্থনীতি ঢ)  কম্পিউটার বিজ্ঞান। 

স্কুলের শিক্ষা বর্ষ হবে জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত  এবং এটি তিনটি টার্মে বিন্যস্ত হবে। 

শিক্ষক-অভিভাবক সভা: 
পিতা-মাতা বা অভিভাবকবৃন্দের সাথে স্কুলের অধ্যক্ষ, ক্লাস টিচারদের  উপস্থিতিতে প্রতিটি সাময়িক পরীক্ষার পূর্বে “প্যারেন্টস মিটিং” অনুষ্ঠিত  হবে। এ সকল সভায় সব ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হবে এবং  প্রতিষ্ঠানের উন্নতির জন্য পিতা-মাতা/অভিভাবকবৃন্দের পরামর্শ ও  অভিমত গুরুত্বের সাথে বিবেচনার জন্য গৃহীত হবে। 

কারিকুলাম বহির্ভূত কার্যক্রম: 
শিক্ষার্থীদের সার্বিক উন্নতির জন্য আর্টস এন্ড ক্রাফটস ও বিজ্ঞান মেলা,  ক্বিরাত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা,  দেয়ালিকা, সেমিনার ও আলোচনা অনুষ্ঠান প্রভৃতি আয়োজন করা হবে।  এছাড়া প্রতি বছর শিক্ষা-বিনোদন ভ্রমণ আয়োজন করা হবে এবং  শিক্ষার্থীদেরকে বাস্তবভিত্তিক শিক্ষা অর্জনের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীরা  বিনোদনের পাশাপাশি শিক্ষা অর্জনেও যাতে অগ্রণী হয় সে জন্য তাদেরকে  এসব কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে। 

বিদ্যালয় গ্রন্থাগার:  
লাইব্রেরী হচ্ছে জ্ঞানগৃহ। শিক্ষা ব্যবস্থায় স্কুল লাইব্রেরীকে শিক্ষানুশীলনের  কেন্দ্র গণ্য করা হয়। মাদ্রাসা ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট একটি মানসম্পন্ন  পাঠাগার পরিচালনা করবে যাতে প্রয়োজনীয় সকল শ্রেণির পাঠ্যচাহিদা  পূরণ নিশ্চিত হয়। 

ভর্তি: 
এ প্রতিষ্ঠানের সকল পর্যায়েই ভর্তির বিষয়টি আসনের শূন্যতা সাপেক্ষে  বিবেচিত হবে। ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।  নভেম্বর ২৫ থেকে ফরম সরবরাহ করা হবে। প্রত্যেক বছরে জানুয়ারি  মাসের ১ম সপ্তাহের মধ্যে ছাত্র-ছাত্রী ভর্তির ব্যবস্থা সম্পন্ন করা হবে।  কেবল বিশেষ ব্যতিক্রমী ক্ষেত্রে, আসনের শূন্যতা সাপেক্ষে বছরের  অন্যান্য সময়ে ভর্তির বিষয়টি বিবেচনা করা হবে। 

ফি এবং প্রদেয় অন্যান্য অর্থের হার:  

খাত মূল্য পরিশোধের নিয়ম  

০১ ০২ ০৩ ০৪ ০৫ 

আবেদন ফরম এবং প্রসপেক্টাস ২০০/-

ভর্তি ফি ১০,০০০/-

মাসিক বেতন (নার্সারি-৩য় শ্রেণী) ১,৫০০/-

মাসিক বেতন (৪র্থ-১০ম শ্রেণী) ২০০০/-

বার্ষিক চার্জ: ৪০০০/-

ক্রয়, প্রতি ফরম প্রথমবার ভর্তির সময় মাসিক 

মাসিক 

প্রতি বছর  

০৬টিফিন চার্জ:৫০০/- পরিশোধের সময় সীমা:  মাসিক  

টিউশন ফি প্রত্যেক মাসের ৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। 

ক্লাস সময় : 

নার্সারী : ৮:০০ – ১০:১৫ (প্রথম শিফট) 

নার্সারী : ১০:১৫ – ১২:৩৫ (দ্বিতীয় শিফট) 

কে.জি. : ৮:০০ – ১০:৫০ (প্রথম শিফট) 

কে.জি. : ১০:৫০ – ১:৪৫ (দ্বিতীয় শিফট) 

প্রভাতি শাখা (মেয়ে) 

১ম – ৮ম শ্রেণি : ৮:০০ – ১২:০০ 

৯ম – ১০ম শ্রেণি : ৮:০০ – ১২:৩৫ 

দিবা শাখা (ছেলে) 

১ম – ৭ম: ১২:৩০ – ৪:৩০ 

বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজন সাপেক্ষে ক্লাসের সময় পরিবর্তন করা হতে পারে।  

নিয়মিত ছুটি ও বিশেষ অবকাশ সুবিধা: 
সপ্তাহে ছুটির দিন হবে সোমবার এবং শুক্রবার ১১ঃ৩০ মিঃ থেকে ৩ঃ০০ মিঃ পর্যন্ত ।  * রমজান মাসে এবং গ্রীষ্ম ও শীতকালীন সময়ে বিশেষ অবকাশ দেয়া হবে।  * এছাড়া প্রত্যেক বার্ষিক পরীক্ষার পর সংক্ষিপ্ত অবকাশ দেয়া হবে। 

শৃংখলা: 
প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের নিয়ম-নীতি নিষ্ঠার সাথে মেনে চলতে হবে।  কোন শিক্ষার্থী প্রতিষ্ঠানের নিয়ম-নীতির যথাযথ অনুসরণে ব্যাঘাত ঘটালে বা  তার আচরণ সন্তোষজনক নয় বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট  শিক্ষার্থীকে বহিষ্কার করার ক্ষমতা সংরক্ষণ করবেন। 

মাদ্রাসা ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রধান শাখা :  সাপমারা , রায়পুরা, নারসিংদি। ফোন: ০১৫৫৩৩৯৯৭৮৬, ০১৯১৬৬৭৮১৮২

আমাদের পরিচয়

অর্থের জন্য শিক্ষা পাবে না !!! তা হবে না, তা হবে না।।।
সাধ্য মত সবার জন্য মান সম্মত শিক্ষার ব্যবস্থা করাই এ প্রতিষ্ঠানের মুল লক্ষ্য