বিসমিল্লাহির রহমানির রহিম।

নিয়োগ বিজ্ঞপ্তি

ইসলামী আদর্শে গড়ে উঠুক আগামীর আলকিত প্রজান্ম।

আপনি যদি কর্মঠ, কঠোর পরিশ্রমী দেশ ও জাতির জন্য কিছু করতে আগ্রহী হন তাহলে মাদ্রাসা ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট (এম. আর. সি. ডি.) হবে আপনার জন্য সেরা স্থান।

জীবনের প্রয়োজনে আমাদের বিভিন্ন পেশায় যুক্ত হতে হয়। দিন শেষে কিছু উপার্জন হয় বটে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাজটি হারিয়ে যায়। কিন্তু কিছু কাজ আছে যার ফলাফল দীর্ঘদিন বেঁচে থাকে এবং তা মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যানের কারণ হয়। শিক্ষকতা এমন একটি ব্যতিক্রমী পেশা, যেখানে শিক্ষার্থীদের জ্ঞানে, তাকওয়ায়, উন্নত চরিত্রে এবং ইতিবাচক সাফল্যে একজন নিষ্ঠাবান শিক্ষকের কর্ম বেঁচে থাকে এবং তা তার আখিরাতেরও কল্যানের কারণ হয়। পেশাগত জীবনের বায়বীয় অতীতটাকেও তারা শিক্ষার্থীদের মাঝে জ্বলজ্যান্ত বাস্তবতায় দেখতে পান এবং তা তাদের অন্তরের প্রশান্তির কারণ হয়।

এমন কিছু নিষ্ঠাবান ও দ্বীনদার শিক্ষক এবং শিক্ষিকাকে খুঁজছে এম. আর. সি. ডি.। আগামী বছর থেকে, মাদ্রাসা ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট  (এম. আর. সি. ডি.) নামে একটি নতুন মাদ্রাসা শুরু করার নিমিত্তে কিছু শূণ্যপদে নিয়োগ দেয়া হবে, ইনশাআল্লাহ।

 পদসমূহঃ নার্সারি থেকে ৩য় শ্রেণী পর্যন্ত পড়াতে সক্ষম ৪ জন শিক্ষক/শিক্ষিকা। প্রয়োজনে কমবেশি হতে পারে।

যোগ্যতাঃ ইসলামের মৌলিক বিষয়াদি (আকিদা) সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকা এবং সকল প্রকার শিরক ও বিদআত মুক্ত হওয়া।

কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন পরিচালনা করার ব্যাপারে আপোষহীন হওয়া।

(উপরোক্ত যোগ্যতা না থাকলে, শিখার আগ্রহ থাকলেও চলবে)

কমপক্ষে এস এস সি পাশ। যে কোন বিষয়ে ডিগ্রি/স্নাতক পাশ অগ্রাধিকার।

বাচ্চাদের পড়ানোর পূর্ব অভিজ্ঞতা (স্কুলে বা টিউশনি করার অভিজ্ঞতা গ্রহনযোগ্য)।

বেতন: আলোচনা সাপেক্ষে

ছুটি : সপ্তাহিক ছুটি সোমবার । শুক্রবার  শিক্ষকদের জুম্মার নামাজের পর  এবং শিক্ষিকাদের ১১ঃ৩০ মিঃ

আবেদনের নিয়মাবলি:
সাম্প্রতিক জীবন বৃত্তান্ত (মহিলা আবেদনকারিরা ছবি সংযুক্ত করবেন না)।  জীবন বৃত্তান্তের পাশাপাশি “কেন এই স্কুলে চাকরি করতে চান” সে বিষয়ে একটি সংক্ষিপ্ত ‘কভার লেটার’ জমা দিতে হবে।

শিক্ষাক্ষেত্রে অর্জিত সর্বশেষ সার্টিফিকেট-এর ফটোকপি জমা দিতে হবে।  জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে

 আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর-এর মধ্যে বৈশাখী গ্যালারি সাপমারা বাজার অথবা সোশ্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক সাপমারা বাজার শাখায় উপরোল্লিখিত কাগজপত্র জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। কেউ চাইলে <rounaq.hossain@gmail.com> এই ঠিকানায় সব ডকুমেন্ট এটাচমেন্ট আকারে ই-মেইলও করতে পারেন। ইন্টারভিউর জন্য নির্ধারিত সময় পরবর্তিতে জানিয়ে দেয়া হবে ইনশা আল্লাহ।

মা আসসালামা,

সভাপতি,

মাদ্রাসা ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট  (এম. আর. সি. ডি.)।

ইহকালীন ও পরকালীন সাফল্যের এক অনন্য প্রত্যয় নিয়ে আমাদের যাত্রা